পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জাতি সংঘে গিয়ে যে সম্মান পেয়েছেন এটি বাংলাদেশের জন্য বিরাট পাওয়া। শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন তিনি বিশ^নেতা। সারা বিশে^ মানুষ আজ শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করছে। করোনা মহামারি মোকাবেলা করে উন্নয়নের ধারা অব্যহত রাখা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে।
বাংলাদেশের টেকসই উন্নয়ননের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই। পাবনা জেলা আওয়ামী লীগ বর্তমান কমিটির নেতৃত্বে পাবনা জেলার সকল ইউনিট আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ও সুসংহত রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাবনা চাটমোহর নবনির্বাচিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
চাটমোহর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগেন সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক এর পরিচালনায় বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply