পাবনায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৮ তম জন্মদিন পালন করেছেন দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কাটেন নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আ স ম আব্দুর রহিম পাকন, আওয়ামীলীগ নেতা সর্দার মিঠু আহমেদ, আব্দুল আহাদ বাবু, কামরুজ্জামান রকি, লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু সহ নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সব হারিয়েও বড়বোন শেখ হাসিনার পাশে থেকে বাংলার মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করে চলেছেন শেখ রেহানা।
এ সময় নিভৃতচারী শেখ রেহানার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন নেতাকর্মীরা। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
Leave a Reply