আজ মরহুমা রোকেয়া বেগম এর ৫তম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর তিনি রাজধানীর এপোলো হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মরহুম মোহাম্মদ সাজদার রাহমান মালিক এর সহধর্মিনী ছিলেন। উনাদের উভয়ের গ্রামের বাড়ি স্কুল পাড়া ঈশ্বরদী। রোকেয়া বেগমের দুই পুত্র আল ইমরান মালিক ও তারেক আব্দুল্লাহ মালিক তাদের মায়ের রুহের মাগফিরাতের জন্য স্বজন, বন্ধু, শুভাকাঙ্খীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন।
Leave a Reply