বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাউয়েট এ, “সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে কিশোরের বস্তাবন্দী মরদেহ উদ্ধার চরতারাপুরে বালু মহলে পুলিশের ওপর চেয়ারম্যানের লোকজনের হামলা, সরঞ্জাম জব্দ ভোগান্তি লাঘবে দাপুনিয়া বাজার অগ্রণী এজেন্ট ব্যাংক দারুণ সহায়ক বাউয়েটে ডিবেটিং সোসাইটির এক্সিকিউটিভ কমিটি ঘোষণা পিএইচডি ডিগ্রি অর্জন করলেন প্রক্টর মো. কামাল হোসেন পাবনা হাসপাতালে দালালের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগে কর্মবিরতি বাউয়েট আইন অনুষদের তিন সদস্য বিশিষ্ট টিমের দিল্লি ল’ কনফারেন্সে অংশগ্রহন। মুক্তিতে বাধা নেই সাবেক এমপি সেলিম রেজা হাবিবের দুলাই আশ্রয়ণ প্রকল্পের বাসীন্দাদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব

পাবনামেইল টোয়েন্টিফোর ডেস্ক
  • প্রকাশিত বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
Pabnamail24

বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে পাবনায় বাংলা নববর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে জেলা প্রশাসন বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। সরকারি দপ্তর, স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এ শোভাযাত্রায় বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে যোগ দেন। এ সময় জেলা কারাগার, পানি উন্নয়ন বোর্ড, সরকারি টেকনিক্যাল স্কুল, আদর্শ বালিকা বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, পাবনা জিলা স্কুল, সেন্ট্রাল গার্লস স্কুলসসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা জেলে, বর বধূ, গাড়োয়ান, মাঝি বেশে শোভাযাত্রায় অংশ নেন।
করোনায় দু’বছর বন্ধ থাকার পর এবারের বর্ষবরণে ছিল স্বতস্ফূর্ত প্রাণের মেলা। সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান বলেন, করোনায় ঘরবন্দী দিনের একঘেয়েমি কাটিয়ে শিক্ষার্থীদের নিয়ে আবারো বর্ষবরণ উৎসব করতে পেরে আমরা খুবই খুশি। শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নিয়ে বাঁধ ভাঙা আনন্দে মেতেছে।
পাবনা জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন বলেন, পবিত্র মাহে রমজানের কারণে সংক্ষিপ্ত পরিসরে হলেও আমরা বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করেছি। করোনার মহামারি কাটিয়ে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। বর্ষবরণের আনন্দ আমরা যেন সারা বছর বয়ে নিয়ে চলতে পারি এটাই প্রত্যাশা।
পরে জেলার সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা সংবাদ পত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান প্রমূখ।

শেয়ার করুন

বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!