স্বাধীন বাংলাদেশের মানচিত্র প্রদীপ শিখায় আলোকিত করে ২৫ মার্চ কালরাত্রিতে শহীদদের স্মরণ করেছেন জেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরাও। জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির উদ্যোগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে মোমবাতি হাতে নিরবে দাঁিড়য়ে থেকে শহীদ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তারা।
মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন, সাবেক ছাত্রনেতা আরমান হোসেনসহ দলীয় নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
রফিকুল ইসলাম রুমন বলেন, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আরেকটি ঐতিহাসিক স্বীকৃতির উদ্দেশ্যে, যে স্বীকৃতির মাধ্যমে পাকিস্তানি শাসক সারা পৃথিবী ধ্বংস হওয়ার পর্যন্ত ঘৃণিত হয়ে থাকবে। তিনি বলেন, ‘২৫ মার্চের ভয়াল কালরাত্রির দুঃসহ ঘটনা আমাদের সবাইকে জানাতে হবে, ছড়িয়ে দিতে হবে। আমাদের চাওয়া থাকবে আমাদের জাতীয় গণহত্যা দিবসকে যেনো বিশ্ব মানের স্বীকৃতি দেয়। আমরা সবাই যদি আন্তরিকভাবে চেষ্টা করি, এই চেতনা ধারণ করি, লালন করি এবং তার জন্য সংগ্রাম করি তাহলে অবশ্যই এই স্বীকৃতি আমরা একদিন পাবোই।’
মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন বলেন, ‘আজ সেই রাত, যে রাতে অতর্কিতভাবে নিরস্ত্র বাঙালীর উপর হামলে পড়েছিলো পাকিস্তানি হানাদার বাহিনী। আজকের এইরাতে তারা সারা বাঙলাকে রক্তাক্ত করেছিলো। এই অনুষ্ঠান থেকে ২৫ মার্চের গণহত্যার সকল শহীদ এবং মা বোনদের সম্ভ্রমের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। স্মরণ করছি তাদের অবদান। এবং এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জোরালো দাবি জানাচ্ছি।’
Leave a Reply