জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীতে নবজাতক শিশুদের উপহার প্রদানের ব্যাতিক্রমী কর্মসূচি পালন করেছেন আওয়ামীলীগ নেতাকর্মীরা। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম মানিকের উদ্যোগে পাবনা জেনারেল হাসপাতালসহ সকল সরকারি হাসপাতালে ১৭ মার্চ ২০২২ তারিখে ভূমিষ্ঠ হওয়া শিশুদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সদ্যজাত শিশুর জন্য নতুন পোশাক, বালিশ, মশারী, কাঁথা, প্রসাধন সামগ্রী ও জীবাণুনাশক। উপহার সামগ্রী পেয়ে দারুণ খুশি হন, সদ্যজাত শিশুদের পরিবার।
মাজহারুল ইসলাম মানিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের মতো সরল, উদার মনের মহামানব। শিশুদের তিনি প্রচণ্ড ভালোবাসতেন। সে কারণেই দিনটিকে জাতীয় শিশু দিবস ঘোষণা করেছে সরকার। এ বিশেষ দিনে জন্ম নেয়া শিশুরাও ভাগ্যবান। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাঁর জন্মদিনে জন্ম নেয়া শিশুদের জন্য দিনটিকে স্মরণীয় করে রাখতেই আমরা উপহার সামগ্রী দিয়েছি।
এ সময় অন্যান্যের মধ্যে সাবেক ছাত্রনেতা আনিসুজ্জামান দোলনসহ সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply