গ্রাম বাংলার ঐতিহ্য বাউল সঙ্গিত এ ঐতিহ্য আজো ধারন করে চলছে বাউল শিল্পীরা। তারা বাংলা বাউল সঙ্গিতের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক কর্মসূচী পালন করে থাকে।
সোমবার ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাবনার গাছপাড়ার ঐতিহ্যবাহী কুলনাশা বাউল সঙ্গ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন।
সঙ্গের সভাপতি রাজিব পাবনের সভাপতিত্বে সকাল ৭ টায় গাছপাড়াস্থ নিজ কার্যালয় থেকে এক শোভা যাত্রা শহর প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশরাফুল , রাজশাহী বেতারের নিয়মিত শিল্পী বলাই চন্দ্র কর্মকার, সাংবাদিক, নাট্যব্যক্তিত্ব মোসলেম উদ্দিন, আবুল হোসেন ফকির, ছাত্তার সাধু, শওকত ফকির, তমাল তরু, আরিফুজ্জামান, রবিউল রনিসহ কূলনাশার সকল উপ কমিটির সভাপতি সম্পাদক সহ সকল সদস্য।
Leave a Reply