মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে উপহার হিসেবে ভারত সরকার কর্তৃক পাবনা পৌরসভাকে আইসিইউ অ্যম্বুলেন্স প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্রি পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধানের কাছে এই জীবন রক্ষাকারী (লাইফ সাপোর্ট) অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে ভারতের জনসাধারন ও সরকারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, একুশে পদকপ্রাপ্ত প্রবীন সাংবাদিক ও কলামিষ্ট রণেশ মৈত্র, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী বিশ^াস, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার প্রমুখ।
অনুষ্ঠানে আধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি সম্বলিত নতুন অ্য্যম্বুলেন্সটি জরুরী চিকিৎসা সেবা এবং রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ও লাইফ সাপোর্ট এর জন্য উপযোগী বলে জানানো হয়।
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্রি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের মার্চ মাসে তার বাংলাদেশ সফরের সময়ে অ্যাম্বুলেন্স প্রদানের ঘোষনা করেছিলেন। তিনি বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত বাংলাদেশকে বিভিন্ন উপায়ে যেমন পিপিই, কিট, চিকিসৎসা সরঞ্জাম, টেষ্টিং কিট, ভ্যাকসিন সরবরাহ এবং সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা ভাগাভাগি কর্মশালার মাধ্যমে সহায়তা করেছে। এ বছরের শুরুর দিকে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের সাহায্যের প্রয়োজন হলে বাংলাদেশও দিয়েছিলো। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে,জনস্বাস্থ্য ও জনগনের কল্যাণের উন্নতি সাধনে ভারত তার সামর্থ্যরে সীমার মাঝে বাংলাদেশকে সহায়তা করার জন্য যা করতে পারে কা করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান তার বক্তব্যে পৌরসভাতে এই এ্যাম্বুলেন্স প্রদানের জন্য ভারত সরকার, সহকারী হাই কমিশনারসহ ভারতের সাধারন মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের যে সহযোগিতা তা এদেশের মানুষ এখনও শ্রদ্ধার সাথে স্মরণ করে। জনকল্যাণে পাবনা পৌরবাসীর কল্যাণে ভারতের উপহার এই এ্যাম্বুলেন্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন। একইসাথে সকলের সম্মিলিত অংশগ্রহনের ভিত্তিতে আগামী দিনে পাবনা পৌরসভাকে অধিকতর সুন্দর করে গড়ে তোলা হবে বলে বক্তব্যে জানান পৌর মেয়র।
Leave a Reply