মহান মুক্তিযুদ্ধে পাবনার সাংবাদিকদের অবদান অপরিসীম। তারা শুধু সাংবাদিকতাই করেননি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এখনও সারা দেশের মধ্যে পাবনার সাংবাদিকরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করছে।
মহান মুক্তিযুদ্ধের সুবর্ন জয়ন্তী এবং পাবনা প্রেসক্লাবের ৫ যুগ উপলক্ষে বুধবার রাতে পাবনা প্রেসক্লাব আয়োজিত “মহান মুক্তিযুদ্ধে পাবনার সাংবাদিকদের ভুমিকা শীর্ষক” এক আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রবীন সাংবাদিক পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান।
প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সাবেক সম্পাদক উৎপল মির্জা, একুশে টেলিভিশন ও মানবজমিনের স্টাফ রির্পোটার রাজিউর রহমান রুমী, পাবনা প্রেসক্লাবের সহ সম্পাদক তপু আহমেদ, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি রিজভী জয়।
পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।
Leave a Reply