উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর পাবনা জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চাটমোহর উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর পাবনা জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ^াস এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারন সম্পাদক ঈশ^রদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম, চাটমোহর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসহাক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা আকতার, ভাঙ্গুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জু, সাথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান খোকন, সুজানগর উপজেলা ভাইস চেয়ারম্যান কল্লোলসহ সকল উপজেলার ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ।
সভায় বর্তমান সরকারের উন্নয়ন তরান্বিত করতে এবং জনগণকে ্িবভিন্ন বিষয়ে সচেতন করতে দৃঢভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও উপজেলার ভাইস চেয়ারম্যানদের বেশ কিছু দাবি আদায়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
সভা শেষে পাবনার সকল উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান গণ চলনবিলে নৌকা ভ্রমণ করেন।
Leave a Reply