দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমনসহ বিভিন্ন মিডিয়ার ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএমএসএফ পাবনা জেলা শাখা। বুধবার সকাল ১১টায় পাবনা প্রেস ক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএমএসএফ পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর্জা আজাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা শাখার সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান পান্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, রেডিও বাংলাদেশ’র প্রতিনিধি সুশীল তরফদার, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি কৃষ্ণ ভৌমিক, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজ রাসেল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, দৈনিক পাবনার চেতনার নির্বাহী সম্পাদক এস এম আদনান উদ্দিন, দৈনিক বিপ্লবী সময়ের বার্তা সম্পাদক আব্দুস সালাম, এশিয়ান টিভির প্রতিনিধি শফিক আল কামাল, আনন্দ টিভির প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, তারুণ্যে ডট নিউজের সম্পাদক জুবায়ের খান প্রিন্স, মিডিয়া এ্যাসোসিয়েশন সভাপতি সুমন আলী, ইয়াং জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সহ প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল জব্বার, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বিষয়ক আইন সহয়তা সংস্থার পাবনা জেলার সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম, নব যুগান্তর’র সম্পাদক নাজমুল ইসলাম, ঢাকা পোস্টের প্রতিনিধি রাকিব হাসনাত, হান্ডিয়াল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনি, ইয়াং জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি হেলাল উদ্দিন, বিএমএসএফ পাবনা শাখার সদস্য আরিফ খান, রফিকুল ইসলাম সান, সিরাজুল ইসলাম আপন, হৃদয় হোসেনসহ শতাধিক গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।
এছাড়াও মানববন্ধনে বাংলাদেশ তৃনমুল সাংবাদিক কল্যান সোসাইটি, সামাজিক সংগঠন মশাল, তারুণ্যর অগ্রযাত্রা সহ সাংস্কৃতিক, রাজনৈতিক ও সোচ্চারমূলক সংগঠনের সদস্যরা একত্বতা প্রকাশ করেন।
সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ ১১ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করেন হুইপ সামশুল হক চৌধুরী।
Leave a Reply