পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। বুধবার দুপুরে হামচিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীর মা জানান, তার মেয়ে হামচিয়াপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী । গত প্রায় এক বছর ধরে প্রতিবেশী জামাত আলীর ছেলে নিহাদ (১৮) ঐ স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিলো। বাধ্য হয়ে তারা মেয়েকে নানীর বাড়ি পাঠিয়ে দেন।
সম্প্রতি, স্কুলের এ্যাসাইনমেন্ট জমা দেয়ার জন্য বাড়িতে আসে সে। বুধবার দুপুরে মেয়েটির রিক্সাচালক বাবা ও মা বাড়ির বাইরে থাকার সুযোগে নিহাদ ঐ স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। বাড়িতে ফিরে মেয়েকে ঘরের মেঝেতে সঙ্গাহীন রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply