পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সময় টিভি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি অনলাইন পাবনামেইল টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আমিনপুর থানা প্রেসক্লাব ও বৃহত্তর কাশিনাথপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ১২ ই আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১ টায় কাশিনাথপুর মোড়ে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাশিনাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন আল অর্থ’র সঞ্চালনায় পাবনা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সমকাল ও এনটিভি’র জেলা প্রতিনিধি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পাবনা সংবাদপত্র পরিষদের সাধারন সম্পাদক শহিদুর রহমান শহীদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী বাবলা, এটিএন নিউজ এর পাবনা প্রতিনিধি রিজভী জয়, আমিনপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারন সম্পাদক আলাউল হোসেন, কাশিনাথপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম, গোলাম মাহবুব, ছহিউল ইসলাম শিপন, মঈনুদ্দিন খান লোদী, আবু হানিফ, দৈনিক ইত্তেফাক এর সাঁথিয়া প্রতিনিধি উজ্জ্বল হোসেন, প্রতিদিনের সংবাদ এর বেড়া ও সাঁথিয়া উপজেলা প্রতিনিধি আরিফ খান, হৃদয় হুসাইন, কাশিনাথপুর ফুলবাগান বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আলম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী শেখ শাজাহান সিরাজ প্রমূখ।
বক্তাগণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। গণমাধ্যকর্মীদের স্বাধীন মত প্রকাশের বাধা প্রদানকারী ডিজিটাল নিরাপত্তা কালো আইন বাতিলের দাবি জানান।
প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচিতে অর্ধশত সংবাদকর্মী উপস্থিত হন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সেচ্চামূলক সংগঠনের সদস্যরা একত্বতা প্রকাশ করে মানবন্ধনে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু এ মামলা দায়ের করেন। গত ৮ মার্চ সাবেক সাংসদ আজিজুল হকের পৈতৃক বাড়ি সংলগ্ন নাটিয়াবাড়ি গ্রামে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পান পাবনা ডিবি পুলিশ। এ সময় দুজনকে আটকও করেন পুলিশ। এ সংক্রান্ত একটি খবর অনলাইন নিউজ পোর্টাল পাবনা মেইল ২৪ ডট কম ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও চ্যানেলে সংবাদ প্রকাশিত হয়।
Leave a Reply