জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন পালন করেছে পাবনা জেলা আওয়ামীলীগ। দিনটি উপলক্ষে দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দলের নেতাকর্মীরা।
পরে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ প্রার্থনা পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: বেলালী।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, প্রচার সম্পাদক কামিল হোসেন,তথ্য সম্পাদক ওবায়দুল হক,শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,ত্রার্ণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন,সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুন্নাহার রেখা,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজাহান মামুন,জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু,জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী সহ জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
Leave a Reply