পাবনায় আগামী ৭ আগস্ট ৪৬ হাজার মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্যবিভাগ। জেলার সকল পৌরসভা ও ইউনিয়নে একযোগে টিকাদান চলবে। স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৭৩টি কেন্দ্রে ৪৬০ জন স্বাস্থ্যকর্মীকে টিকাদানে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
পাবনার সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী জানান, গণটিকা কার্যক্রমের জন্য ইতিমধ্যে জেলার সকল উপজেলার পৌরসভা ও ইউনিয়নগুলোতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৭ আগস্ট প্রতি ইউনিয়নের ওয়ার্ড প্রতি ৬০০ জন এবং পৌর এলাকায় ওয়ার্ড প্রতি ২০০ জনকে টিকা দেয়া হবে।
সিভিল সার্জন আরো জানান, টিকা কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ নজরদারি করা হচ্ছে। ইপিআই টিকাদান কর্মী ও উপজেলা স্বাস্থ্য কর্মীরা প্রশিক্ষিত। জনগণ নির্ভয়ে নিঃসঙ্কোচে টিকা নিতে পারবেন বলে আশ^স্ত করেন তিনি।
Leave a Reply