পাবনায় পুলিশ সুপার এর সাথে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির ও ব্যবসায়ী নের্তৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম । অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, অতি: পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, চেম্বারের সহ সভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা, চেম্বারের পরিচালক সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, চাটমোহর বণিক সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, ফরিদপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি হাসান আলী, পাবনা জেলা পুরাতন লৌহ ব্যবসায়ী সমিতির সভাপতি আসলাম আলী ,খান বাহাদুর শপিং মল ও হাজী সুপার মার্কেট এর সভাপতি আলহাজ মোঃ আলমগীর হোসেন সহ পাবনা জেলার বিশিষ্ট ব্যবসায়ী সমিতির নের্তৃবৃন্দ।
Leave a Reply