অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজি) “হাসিরুল হক” ব্রেন ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়েছেন। রাজধানী ঢাকাতে অস্ত্রোপচার করার পরেও সুবিধাজনক অবস্থানে নেই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা করাতে হবে ভারত বা উন্নত কোন দেশে। কয়েক ঘন্টা আগে ওই শিক্ষকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার নিজ ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে বাবাকে বাচানোর আকুতি জানিয়েছেন।
ইতিমধ্যে ওই শিক্ষকের পারিবার চিন্তত রয়েছে, কারণ চিকিৎসা করার জন্য উন্নত দেশে নেওয়ার মতো পর্যাপ্ত অর্থ তাদের নেই। ইতিমধ্যেই ডাক্তার দ্রুত চিকিৎসার জন্য ভারতে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছেন। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লক্ষ টাকা।
তার পরিবারের পক্ষে থেকে তাদেরকে সহযোগিতার মানবিক হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়েছে।
মূলত খুব দ্রুত তাকে ভারতে স্থানান্তর করার পরামর্শে জনসাধারণকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন শিক্ষকের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র তাহরিজ মুরদিফিন। তার আবেগঘন ফেসবুক স্ট্যাটাস থেকে সহযোগিতার মাধ্যম দেওয়া হলোঃ
সোনালি ব্যাংকঃ A/C no: 4110002063012 Branch: পাবনা জেলা
Bkash: 01733476427
ইসলামি ব্যংকঃ A/C No: 1130200898302
Branch: Rajshahi
ঢাবিয়ান ছেলের ষ্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো:
Leave a Reply