আমার বক্তব্য শুরুর পূর্বেই পাবনা পৌরসভা নির্বাচনে নৌকা পার্থীর পথসভায় জেলার সকল নেতারা উপস্থিত না হলে পাবনা জেলা, সদর উপজেলা ও পৌর শাখা আওয়ামী লীগের কমিটি বাতিল ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
বৃহস্পতিবার বিকেলে পাবনা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সনি বিশ্বাসের নির্বাচনী পথসভায় হঠাৎ করেই মাইক হাতে নিয়ে এই হুঁশিয়ারি দেন এসএম কামাল।
তিনি আরো বলেন, এই পথসভা চলাকালে সন্ধ্যা সাতটার মধ্যে যদি পাবনা জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মী এই অনুষ্ঠানে না আসেন তাহলে সেই মুহূর্ত থেকেই এইসব কমিটি বাতিল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বিশাল বিশাল মিছিল নিয়ে শহরের মুক্তমঞ্চে এসে জরো হন নেতাকর্মীরা। শোডাউন শেষে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে নির্বাচনী অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বক্তব্য ও রাখেন জেলা যুবলীগের আহবায়ক আলী মুতর্জা সনি বিশ্বাসসহ দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি। নির্বাচনে দলীয় প্রার্থীর প্রতিবাদে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হন জেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধান। দলীয় নির্দেশনা উপেক্ষা করে প্রধানের পক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের একটি অধিকায়শ নেতাকর্মীরা প্রচার চালাচ্ছেন।
Leave a Reply