পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি ভাঙচুরের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী। সোমবার (১১ জানুয়ারি ২০২১) দুপুর ১২ টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের দিঘী গোহাইল বাড়ীর নায়েব আলী মোল্লা। বক্তব্যে তিনি বলেন, গত ৪ জানুয়ারী পাবনা প্রেসক্লাবের এই মিলনায়তনে উপস্থিত হয়ে আমার আপন ভাতিজি রোজিনা খাতুন, আমাদের সম্মানী ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা মোল্লার বিরুদ্ধে আমার ও আমার ভাই হেলাল উদ্দিনের বাড়ীতে চাঁদার দাবীতে হামলা ও ভাংচুরের অভিযোগ করে। বাদশা মোল্লাকে সন্ত্রাসী ও চাঁদাবাজ অভিহিত করে নানা বক্তব্য প্রদান হয়। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে আমি যারপরনাই অবাক ও বিস্মিত হয়েছি। কারণ, এই ধরণের কোন ঘটনাই ঘটেনি। এটা সম্পুর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানি ছাড়া কিছুই নয়।
প্রকৃতপক্ষে, বাদশা মোল্লা একজন সজ্জন ও পরোপকারী ব্যক্তি। তার সঙ্গে আমার বা আমার পরিবারের কোন বিরোধ নাই। আমাদের এলাকার কিছু ষড়যন্ত্রকারী মহল আমার ভাতিজিকে ভুল বুঝিয়ে প্ররোচিত করে এই মিথ্যা অভিযোগ করিয়েছে মূলত, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার, হীন উদ্দেশ্যে এ কান্ড ঘটিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর সাথে বিষয়টির প্রকৃত ঘটনা অনুসন্ধানে আহবান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনের এ সময় আরো উপস্থিত ছিলেন, মদু মোল্লা, মনিরুল ইসলাম, রেজা, আরশেদ, আব্দুর রহমান প্রমূখ।
উপস্থিত সাংবাদিকদের উদ্যেশ্য করে তিনি বলেন, আপনারা জানেন, নিবার্চন কমিশন ইতিমধ্যেই দেশের সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্ততি শুরু করেছে। নির্বাচন সামনে রেখে অনেকেই রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে আপনাদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতে চেষ্টা করছে। আপনাদের নিকট বিনীত অনুরোধ চরতারাপুরে মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুরের মিথ্যা অভিযোগের প্রকৃত সত্য তুলে ধরে আমাদের বিব্রতকর পরিস্থিতি থেকে উদ্ধার করবেন।
Leave a Reply