পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা যুব লীগের আহবায়ক আলী মূতজা বিশ্বাস সনি বলেছেন, জনগণকে আমি কোন প্রতিশ্রুতি দিতে চাই না, উন্নয়ন মূলক কাজ করেই পাবনাকে মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই।
সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি-দখলদারিত্ব প্রশ্রয় দেয়া হবেনা। শহরের রাস্তাঘাট, স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতের মাধ্যমেই পাবনাকে উন্নত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। মডেল পৌরসভার স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করুন। সম্প্রতি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সনি বিশ্বাস এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পাবনা পৌর এলাকার সকল সমস্যা দূর করে নাগরিকদের জন্যে একটি আধুনিক ও মনোরম বাসযোগ্য শহর উপহার দেওয়ার চিন্তা আছে। সে লক্ষ্যে তিনি কাজ করবেন বলেও জানান।
Leave a Reply