“কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি,নতুনভাবে টেকসই বিশ^ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় ২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয় এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবির, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা আবুল হাশেম,জেলা সমাজসেবা কার্যালয়ের প্রভেশন অফিসার শায়েখ ইবনে পল্লব, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালটেন্ট আসমাউল হুসনা সহ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply