আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে পাবনায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে আমরাই পারি জোটের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে জাতীয় মহিলা পরিষদসহ বিভিন্ন এনজিও ও নারী সংশ্লিষ্ট সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। এ সময় বক্তব্য দেন কামরুন নাহার জলি, শাহিনা পারভীন, হাসিনা আকতার রোজি, হেনা গোস্বামী সহ অনেকে।
বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে নিজ নিজ পরিসর থেকে সকলকে কাজ করে যাবার আহবান জানান। একইসাথে নির্যাতন যৌন হয়রানী বন্ধে সকলকে সামাজিকভাবে দায়িত্ববোধ নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply