বিআরডিবি অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ১৩ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন -২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ নভেম্বর শনিবার রাজধানীর রমনা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ এই সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বেলাল-আসাদ-আলমগীর এর প্যানেল এর ১৭ জন ও অন্য প্যানেল থেকে ৪ জন বিজয় অর্জন করেন । বিআরডিবির সারা বাংলাদেশের ১০৪৮ জন কর্মকর্তা এ দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জুনিয়র অফিসার (হিসাব) ওমর ফারুক সদস্য পদে ২য় সর্বোচ্চ ৫২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।।
জানা গেছে, ওমর ফারুক ২০১৪ সালে ডিসেম্বর মাসে বিআরডিবিতে কর্মজীবন শুরু করেন। বর্তমানে রাজশাহী গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন এর ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অত্যন্ত জনপ্রিয়, চৌকস ও বিনয়ী কর্মকর্তা হিসেবে পরিচিত।
বিআরডিবি অফিসার্স এসোসিয়েশন এর সদস্য ওমর ফারুক পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এ আসাদ এর ছোট ভাই।
উল্লেখ্য উক্ত নির্বাচনে সভাপতি ও মহাসচিব সহ মোট ২১ জন নির্বাচিত হয়েছেন।
Leave a Reply