পাবনায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় এবং উৎসাহ উদ্দীপনায় উৎযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্ণাঢ্য র্যালী, পুষ্পার্ঘ অর্পণ,বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল, ফুটবল প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এর সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুন, সিভিল সার্জন ডা. মনিসর চেšধরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট,জেল সুপার নাসির উদ্দিন প্রধান, মারুফা মঞ্জরী খান, আওয়ামী লীগ নেতা শাজাহান মামুন প্রমূখ।
Leave a Reply