পাবনা চাটমহর উপজেলায় অটোরিক্সা চালককে নির্মমভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘটনার মূল রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত অটো রিক্সা উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য দেন পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী। এ সময় ছিনতাই কাজে ও হত্যায় ব্যবহার করা ও উদ্ধারকৃত রশি, গামছা ও মোবাইল ফোন প্রদর্শন করা হয়। এই ঘটনায় চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।
আটককৃতরা হলো: চাটমহর উপজেলার ধানী ইসলামের ছেলে আতিকুল ইসলাম (২১), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শিমুলতলি এলাকার লুৎফর প্রামানিক, মুজাই প্রমাণিক (২২) ও চাটমহর দিমুনিয়া গ্রামের মোজাম্মেল হক আনিছুর রহমান (৩২)।
গংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, মামলার সূত্র ধরে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এর নেতৃত্বে একটি চৌকস টিমের যৌথ অভিযানে চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত আসামীদের গাজীপুর ও ঢাকা থেকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর অটোচালক মো: ইসমাইল হোসেন বিকাল ৩টায় ভাড়া মারার জন্য বের হয়। আসামীরা বেশি ভাড়া দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে অটো রিক্সা ও মোবাইল ফোন চিনতাই করে নিয়ে যায়।
Leave a Reply