ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও দক্ষতা উন্নয়নের বাতিঘর শর্ট কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডোর অধীনে চলমান রাখার দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শর্ট কোর্স প্রশিক্ষণ দেয়া ইনস্টিটিউটগুলোর সংগঠন পাবনা জেলা শর্ট কোর্স ঐক্য পরিষদ।
বুধবার (১২ অক্টোবর) দুপুরের পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও পাথফাইন্ডার আইসিটি ইনস্টিটিউট অব ক্যারিয়ার ডেভেলপমেন্টের অধ্যক্ষ মো: তোফাজ্জল হোসেন।
মাববন্ধনে বক্তারা বলেন, গত ৮ সেপ্টেম্বর সরকারের সিদ্ধান্ত মোতাবেক বর্তমান প্রশিক্ষণ ইনস্টিটিউগুলো জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে কার্যক্রম পরিচালনা করতে হবে। যা সম্পূর্ণ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের বিপরিত। জাতীয় দক্ষতা উন্নয়ণ কর্তৃপক্ষ ছাড়া যদি অন্য কোনও সংস্থা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে না পারে তাহলে বর্তমান সরকারের ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে বাধা সৃষ্টি করবে। কারণ, দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ছাড়া তাড়াহুড়া করে এ কাজটি করতে গেলে দেশে দক্ষ মানব সম্পদ তৈরির কার্যক্রম ব্যহত হবে।
তারা আরও বলেন, বর্তমান প্রশিক্ষণ ইনস্টিটিউগুলো ইতোমধ্যে দেশের লক্ষ লক্ষ অদক্ষ বেকার জনগোষ্টিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে রূপান্তর করেছে, তারা ইতোমধ্যেই বিদেশে কর্ম করে দেশে প্রচার পরিমাণে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে যাচ্ছে। এছাড়াও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এই খাতে জড়িত কয়েক লাখ মানুষ বেকার হয়ে পড়বে।
মানববন্ধন শেষে তারা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদান করেন। পাবনা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতার। স্মারলিপিটি প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে বলে সংগঠনের নেতাকর্মীদের আশ্বস্ত করেন আফরোজা আখতার।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি অধ্যাপক এস এম মাহবুব আলম, গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টারের মো. আতাউর রহমান জনি, ওয়ার্ল্ড ভিশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের জেসমিন আকবর, পাবনা জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম-সম্পাদক সাংবাদিক এস এ কামাল, পাঠশালার শিশির ইসলাম, সৈয়দ ফাউন্ডেশনের পরিচালক শাহনাজ পারভীন প্রমুখ।
Leave a Reply