পাবনার অন্যতম ব্যবসায়ীক প্রতিষ্ঠান লতিফ গ্রুপের জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার ঘোষের বসত বাড়িতে রাতের আধারে কতিপয় সন্ত্রাসী হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, গত ৮ অক্টোবর রাত ১০টার দিকে শহরের দিলালপুরে লতিফ গ্রুপের জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার ঘোষের বসত বাড়িতে ৫/৬ জনের একদল সন্ত্রাসী একটি অটোবাইকে এসে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বাড়ির উপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং অচিন্ত কুমার ঘোষের নাম ধরে অশ্লিল ভাষায় বকাবাধ্য করে প্রাণনাশের হুমকি দেয়। সন্ত্রাসীদের হামলায় বাড়ির প্রধান গেট ও ৩টি বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্থ হয়েছে।
অচিন্ত কুমার ঘোষ জানান, সন্ত্রাসীদের হামলার সময় প্রাণ ভয়ে চিৎকার করলে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনায় পাবনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পাবনা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
Leave a Reply