“বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি” এই শ্লোগানে পাবনায় উৎযাপিত হয়েছে বিশ^ বসতি দিবস ২০২২। সোমবার সকালে গণপুর্ত বিভাগ ও পাবনা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উৎযাপিত হয়।
সকাল ৯ টায় র্যালী ও সাড়ে ৯ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই একটি প্রামান্যচিত্র দেখানো হয়।
জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতা, শিমুল আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সমাজ সেবা কার্যালয়ের ডিডি রাশেদুল কবীর, উপবিভাগী প্রকৌশলী আব্দুস সাত্তার, প্রকৌশলী মিজানুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন সবার জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিতের এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। টেকসই উন্নয়নে সবার বসতি নিশ্চিতের কোন বিকল্প নাই।
Leave a Reply