পাবনায় প্রকাশ্য দিবালোকে চাউল ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাইয়ের তিন দিনেও হারানো টাকার কোন হদিস মেলেনি। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম জানান, গত ২২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টায় জনতা ব্যাঙ্ক কর্পোরেট শাখা হতে নগদ তিন লাখ টাকা এবং এক লক্ষ টাকার চেক একটি কালো চামড়ার ব্যাগে নিয়ে রিক্সায় অনন্ত বাজার এলাকার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে শিবরামপুর কাঁলাচাদপাড়া এলাকায় তিনজন দুর্বৃত্ত একটি কালো মোটর সাইকেলে এসে রিক্সার গতি রোধ করে। এ সময় তারা পিস্তল ও ধারালো অস্ত্র ধরে ভয় দেখিয়ে টাকার ব্যাগ জোর পূর্বক ছিনতাই করে নিয়ে যায়। দিনের আলোয় তারা প্রকাশ্যে ছিনতাই করে নির্বিঘ্নে পালিয়ে যায়। সন্ত্রাসীরা একজন মাস্ক পরিহিত ও দুজন মুখ খোলা অবস্থায় ছিলো। আশেপাশের বাড়ির সিসি ক্যামেরায়ও ঘটনার ফুটেজ রয়েছে।
এদিকে, ঘটনার তিনদিনেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি। অপরাধীরাও সনাক্ত হয়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সদর ফাঁড়ির পুলিশ সদস্যরা কাজ করছেন। সিসি ফুটেজ যাচাই করে অপরাধীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। আশা করছি দ্রুতই অপরাধীরা ধরা পড়বে।
পাবনায় সাম্প্রতিক সময়ে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। গত বৃহস্পতিবার পাবনার হাজিরহাট এলাকা থেকে কাপড় ব্যবসায়ী কামরুল ইসলাম খোকনকে মাইক্রোবাসে তুলে নিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে সাভারে মহাসড়কে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায়ও খোয়া যাওয়া টাকা উদ্ধার এবং আসামিরা গ্রেফতার হয়নি।
Leave a Reply