পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স- অ্যাটকোর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি।
আজ সকালে পাবনা শহরের আরমান সেন্টারে ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদের নেতৃত্বে নব নির্বাচিত কমিটির সদস্যরা তাঁর সাথে দেখা করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রবীন সদস্য রবিউল ইসলাম রবি, আব্দুল মতীন খান, ইয়াসিন আলী মৃধা রতন,জহুরুল ইসলাম, আব্দুর রশিদ, রাজিউর রহমান রুমী, আবু হাসনা মুহম্মদ আইয়ুব, সহ-সভাপতি র্মীজা আজদ, শহীদুর রহমান শহীদ, সহ-সম্পাদক সরোয়ার মোর্শেদ উল্লাস,অর্থ সম্পাদক সুশীল কুমার তরফদার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক কানু সান্যাল।
এসময় অঞ্জন চৌধুরী পিন্টু ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সুনাম ও ঐক্য অক্ষুন্ন রেখে সততা আর নিষ্ঠার সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের আহবান জানান।
Leave a Reply