পাবনার চরতারাপুর ইউনিয়নের কোলচুরি গ্রামে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৫জন। সোমবার রাতে কোলচুরি গ্রামের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে একই এলাকার বালুদস্যু মকছেদ প্রামানিকের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র, হাত বোমা ও লাঠিসোটা নিয়ে বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মজিদের বাড়িসহ ঐ এলাকার কয়েকটি বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা বেশ কিছু হাত বোমা নিক্ষেপ করে। এর পর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এলাকা শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ডা: আব্দুল মজিদ ও মকছেদ প্রামানিকের মধ্যে আগেই একটু ঝামেলা ছিলো। তার মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কিছু লোক আহত হয়েছে। খবর পেয়ে আমিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Leave a Reply