১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র, প্রেসক্লাব সদস্য পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভার শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এ ছাড়া করোনাসহ বৈশ^য়িক পরিস্থিতির কারণে বর্তমান কার্যকরি কমিটির মেয়াদ সর্বসম্মতক্রমে গত ৮ জুন থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। এই সময়ের মধ্যে পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, গঠনতন্ত্র সংশোধণী ও বার্ষিক আয় ব্যায়ের হিসাব সম্পন্ন করার জন্য বলা হয়।
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সাবেক সভাপতি রুমী খন্দকার, সাবেক সম্পাদক উৎপল মীর্জা, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শুশিল তরফদার, কল্যাণ সম্পাদক সারোয়ার উল্লাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রীড়া সম্পাদক কলিট তালিকদার, নির্বাহী সদস্য ইয়াসিন আলী মৃধা রতন, কৃষ্ণ ভৌমিক, জহুরুল ইসলাম, আ ক ম মোস্তাফিজুর রহমান চন্দন, আব্দুর রশিদসহ ৪৮ জন সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply