পাবনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে তার মৃত্যু ঘটেছে। নিহত যুবক সদর উপজেলাধীন চর আশুতোষপুর পূর্ব বাধ পাড়ার বাসীন্দা রঞ্জিত দেওয়াননের প্রথম পুত্র রুবেল দেওয়ান (২৩)। তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।
জানা যায়, লোডশেডিং শেষে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলে নিহত রুবেল নিজ বাড়ির বৈদ্যুতিক বাতির তার সংযুক্ত করছিলো। ঠিক তখনই অসাবধানতার কারণে বিদ্যুতে স্পৃষ্ট হয় সে। এরপর হাসপাতালে নিতে গেলে পথেই মৃত্যু ঘটে তার।
পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে গেলে তার বাড়িতে দেখা দেয় স্বজনদের ভীড় এবং শুরু হয় স্বজন হারানো শোকের মাতম।
Leave a Reply