পাবনা জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় ব্যাপক পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
সভাসুত্রে জানাযায় পাবনা জেলাকে গৃহহীন ও ভুমিহীন ঘোষনার কাজে সবাইকে কাজ করার জন্য সিদ্ধান্ত হয়। আগামী ২২ জুলাই আরো ৩৪১ টি ঘর উদ্বোধন করা হবে। বিদুৎ সাশ্রয়ে সচেতন মুলক কাজ করা, ১৯ জুলাই কোভিড দিবস পালন, কমিউনিটি ক্লিনিক গুলো আরো কার্যকর করা, ২৫ জুলাই সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা, মানসিক হাসপাতাল ও পাসপোর্ট অফিসে দালাল মুক্ত করা, সদর হাসপাতালের সুস্থ্য পরিবেশ তৈরী করা, আগষ্ঠ মাসে কয়েকটি দিবস যথাযথভাবে উৎযাপন করা, নিবন্ধন বিহীন প্রত্রিকা বন্ধ করা, বিভিন্ন উন্নয়ন কাজের মান ঠিক রাখা, সরকারি অফিস সমূহের ওয়েব পোর্টাল আপডেট করা, ইছামতি নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদ এবং সংস্কার কাজে ঠিকাদারের গাফিলতি বিষয়ে পদক্ষেপ নেয়া এবং প্রয়োজনে সামরিক বাহিনী দ্বারা কাজ করে একটি নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনাসহ বিভিন্ন সিদ্ধান্ত হয়।
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আফরোজা আকতার এর সঞ্চলনায় আলোচনা সভায় অংশ গ্রহন করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিয়ুর রহমান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান রহমান মন্ডল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাতোয়ারা পারভিন, জেলা সেবা কার্যালয়ের ডিডি রাশেদুল কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন, পাবনা পৌরসভার প্রকৌশলী ওবায়দুল হক, সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল ইসলাম, বাসস ও ভোরের কাগজ রফিকুল ইসলাম সুইট, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।
Leave a Reply