পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কোমরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্যকালে এমপি প্রিন্স বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। নারীদের এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার প্রতি অনেক গুরুত্ব দিয়েছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করতে হবে।
তিনি আরো বলেন, সেই সাথে নিজ প্রতিষ্ঠানেরও মান বৃদ্ধি করতে হবে ভালো পড়াশোনার মাধ্যমে।
অত্র বিদ্যালয়ের শিক্ষক সামসুল আলম জিন্নাহর সঞ্চালনা ও পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, দোগাছী ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান আলী প্রামানিক এবং স্থানীয় নেতা মোশারফ খাঁ, রহমান মোল্লা, মান্নান মেম্বার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
Leave a Reply