পাবনার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণ বিধি লংঘন করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায়, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে নির্বাচন কালীন সময়ে সংসদ সদস্যকে নির্বাচনী এলাকায় না যেতেও অনুরোধ করা হয়েছে।
জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, সম্প্রতি সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ভাঁড়ারা ইউপির খতিব আবু জাহিদ উচ্চ বিদ্যালয় মাঠে ঐ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খানের পক্ষে প্রচারণায় অংশ নেন। বিষয়টি আচরণ বিধি লংঘন উল্লেখ করে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান খান নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন।
ভাঁড়ারা ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার কায়সার আলম সাক্ষরিত পত্রে বলা হয়েছে, নির্বাচন বিধি ২০১৬, ২২ এর (১) ও (২) ধারা অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মাননীয় সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। ১৫ জুন ভাঁড়ারা ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচনকালীন সময়ে নির্বাচনী এলাকায় গমন ও প্রচারণায় অংশ গ্রহণ করা থেকে বিরত থাকতে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে অনুরোধ জানানো হলো।
এদিকে, ভাঁড়ারা ইউপি নির্বাচনে বহিরাগত সন্ত্রাসী দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের পাল্টা পাল্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তবে, বিশৃংখলা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
Leave a Reply