পাবনায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতারের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন।
মুল প্রবন্ধ উপাস্থাপন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের উপ পরিচালক মো. আরিফুল হক মামুন। কর্মশালায় অংশ গ্রহন করেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সিভিল সার্জন মনিসর চৌধুরী, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, মির্জা শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা সুলতানা, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রাশদুল কবীর, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন, জেলা প্রাতমিক শিক্ষা অফিসার মনসুর আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তানভির রহমান, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন আহমেদ মান্না, সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল ইসলাম, মাছরাঙ্গা টেলিভিশনের উত্তর বঙ্গের ব্যুরোচীফ উৎপল মির্জা, বাসস ও ভোরের কাগজ রফিকুল ইসলাম সুইট, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান, এটিএন বাংলা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ^াস, মাওলানা আশরাফুল ইসলাম, যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, পুজা উদযাপন পরিষদের প্রভাষ ভদ্র, অনুকুল চন্দ্র ঠাকুরের সৎ সঙ্গের সহসভাপতি যুগোল কিশোর ঘোষ, সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম, লুৎফর নাহার শারমিন প্রমূখ। কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার ১শ জন অংশ গ্রহন করেন।
কর্মশালায় জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে যা বিশ^ স্বীকৃত। প্রধানমন্ত্রীর ১০ টি বিষেশ উদ্যোগ দেশের টেকসই উন্নয়নের জন্য বিষেশ প্রয়োজন। আজকের এই কর্মশালায় থেকে শিক্ষনীয় বিষয়গুলো প্রয়োগ করে দেশের উন্নয়নের কাজ লাগাতে হবে।
Leave a Reply