পাবনা শহরের রাধানগর এলাকায় একটি প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভোজ্য তেল মজুদ পেয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অবৈধ ভাবে ভোজ্য তেল মজুদ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা করা হয়।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলামের নেতৃত্বে মিটি ট্রেডার্সের রাধানগর এলাকার অবস্থিত গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ৫ হাজার ৪৬ লিটার ভোজ্য তেল মজুদ পাওয়া যায়। এসময় তেল মজুদের বৈধ কোন কাগজ পত্র দেখাতে না পারায় অবৈধ্যভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে প্রতিষ্ঠানটিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বোতলজাত তেল ন্যায্যমূল্যে ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।
Leave a Reply