অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন পাবনার কৃতি সন্তান সাবিরুল ইসলাম বিপ্লব। ১৫ তম বিসিএস এর কর্মকর্তা বিপ্লব বর্তমানে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন।
বিপ্লব পাবনার কৃষ্ণপুর গ্রামের একুশে পদক প্রাপ্ত ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রখ্যাত বামপন্থী নেতা আমিনুল ইসলাম বাদশার পুত্র।
সাবিরুল ইসলাম বিপ্লব পাবনা জেলা স্কুল, ঢাকা কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে প্রশাসন ক্যাডারে যোগ দেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে হাওর রক্ষা বাঁধ নির্মানে সততা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে পেয়েছেন জনপ্রশাসন পদক।
সাবিরুল ইসলাম বিপ্লবের পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ।
Leave a Reply