পাবনার প্রাচীণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘বনমালী শিল্পকলা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল শুক্রবার বনমালি শিল্পকলা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বনমালী অডিটরিয়ামে বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ড. মো. হবিবুল্লাহ। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ মোসাদ্দেক আলী খান খসরু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট সনৎ কুমার সরকার, যুগ্ম সম্পাদক (প্রশাসন) রবিউল ইসলাম চৌবে ডাবলু, যুগ্ম সম্পাদক (সাংস্কৃতিক) প্রলয় চাকী টুকাই, কার্যকরী পরিষদের সদস্য আব্দুল হান্নান, ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন, অ্যাডভোকেট আব্দুল হান্নান শেলী, আলী আহসান বক্তার, অসিত কুমার সাহা, ডা. মনোয়ারুল আজিজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, চেম্বারের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, রানা প্রপারটিজ এন্ড ডেভলপারস্ লিমিটেড এর চেয়ারম্যান পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানাসহ বনমালী শিল্পকলা কেন্দ্রের আজীবন সদস্যগন।
পরে অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে অঞ্জন চৌধুরী পিন্টু সাধারণ সম্পাদক পদে পাবিপ্রবি শিক্ষক ড. মো: হাবিবুল্লাহ পুন: নির্বাচিত হন। এ ছাড়া ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকারী কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন-সহ সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব এম এ মতিন, অ্যাডভোকেট সনৎ কুমার, যুগ্ম সম্পাদক (প্রশাসন) রবিউল ইসলাম চৌবে ডাবলু, যুগ্ম সম্পাদক (সাংস্কৃতিক) প্রলয় চাকী টুকাই, কোষাধ্যক্ষ মোসাদ্দেক আলী খান খসরু। কার্যকরী পরিষদ সদস্য ১০ জন সদস্য হলেন, অ্যাডভোকেট আব্দুল হান্নান, আলহাজ্ব ডা. মনোয়ারুল আজিজ, আলহাজ্ব মুহাম্মদ আবুল মাসুদ লাল, অ্যাডভোকেট আব্দুল হান্নান শেলী, ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সোহানী হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, আলী আহসান বক্তার, অসিত কুমার সাহা, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, অ্যাডভোকেট মোসফেকা জাহান কনিকা ও মো. আবুল কাশেম।
নির্বাচন পরিচালনা করেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম ও অ্যাডভোকেট কাজী সাইদুর রহমান।
Leave a Reply