পাবনায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই চক্রের সাত সদস্য গ্রেফতার, ছিনতাই করা ১২ টি ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ১২ টায় পাবনা সদর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রোকনুজ্জামান সরকার ,এসআই অসিত কুমার বসাক সহ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ও এস আই রাসেল কবিরসহ পাবনা সদর থানার একটি টিম পাবনা জেলার ঈশ্বরদী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের ও চুরির মাস্টার মাইন্ড সুমন শেখকে গ্রেফতার করে।
তার দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে পাবনা-কুষ্টিয়া ,সিরাজগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন স্থান হতে হত্যাকাণ্ডের ঘটনায় চুরি হওয়া ২টি অটো ইজি বাইক, চোরাই সন্ধিগ্ধ অটো ইজি বাইক সহ মোট ১২ টি অটো ইজি বাইক উদ্ধার করা হয় এবং ইজি বাইক চুরি ও হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সুমন সহ ঘটনার সাথে জড়িত সক্রিয় দলের সদস্য মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply