চাষাবাদে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে পাবনায় দুইদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
সোমবার দুপুরে পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেলার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন ও কৃষি বিভাগের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হুসাইনী,জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ,সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন মুন্সী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ সহকারী প্রকৌশলী আবু সাঈদ শিখন। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত উচ্চ মূল্যের ফল সবজি সহ নানা পণ্য নিয়ে তারা যোগ দেন।
দুইদিনব্যাপী মেলায় কৃষি কর্তকর্তারা চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের ধারনা দেবেন।
Leave a Reply