পাবনায় জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বৈরাম খাঁর রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনা শহরের আটুয়া ঈদগাহ মাঠে তার গার্ড অব অর্নার প্রদান শেষে জানাজা সম্পন্ন হয়। এরপর তাকে আটুয়া খা পাড়া মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। গার্ড অব অর্নার প্রদান করেন সদর উপজেলা এসি ল্যান্ড কাউসার হাবিব।
পারিবারিক সুত্রে জানা যায়, পাবনা শহরের আটুয়া পাড়ার মৃত জালাল উদ্দিন খার ছেলে বীরমুক্তিযোদ্ধা বৈরাম খা বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিল। সোমবার রাত ১০ টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন কন্যা দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি সহ বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন।
বৈরাম খা পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য, সাবেক প্রচার সম্পাদক ও সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
Leave a Reply