পাবনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিদ্যুতের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন অনুুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেহেদী হাসান বিদ্যুত অভিযোগ করেন, ‘ছাত্রলীগের আসন্ন কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
তার ক্যারিয়ার ধংস করার জন্য একটি মহল র্যাবকে দিয়ে তার নামে মোটর সাইকেল চুরির মামলা দেয়। গত ৬ ফেব্রæয়ারি র্যাব তাকেসহ জয় ও মিম নামে আরও দুইজনকে চোরাই মোটর সাইকেলসহ আটক করে পুলিশে সোর্পদ করে।
পরে র্যাব ক্যাম্পে নিয়ে অমানুষিক নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায় করে। পরে জামিনে সে ছাড়া পাই। তাকে কলংকিত করতে এ ধরণের মামলা দেয়া হয়েছে বলে তিনি আরও অভিযোগ করেন। অবিলম্বে তার নামে মোটর সাইকেল চুরির মামলা প্রত্যাহারের দাবী জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পাবনা জেলা মৎসীবীলীগের সদস্য সচিব মেহেদী হাসান হিরোক, ছাত্রলীগ মালঞ্চি ইউপি শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিদ্যুতের দাদী মানবাধিকার নেত্রি মোছা. খোদেজা বেগমসহ ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মিরা।
Leave a Reply