দোতলা (আনুমানিক উচ্চতা ২২ফিট) থেকে পড়ে একজন যুবক মর্মান্তিকভাবে নিহত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল ১০টায় ঢাকা আশুলিয়ায় কাজ করতে গিয়ে দোতলা থেকে পড়ে গিয়ে এ নিহতের ঘটনা ঘটে।
নিহত যুবক পাবনা সদর উপজেলার অন্তর্গত দোগাছী ইউনিয়নস্থ চর আশুতোষপুর গোরস্থান পাড়া গ্রামের রেজাউল শেখের(৪০) ছেলে হৃদয় শেখ(২২)। যার দুবছর বয়সী একটি মেয়ে রয়েছে।
জানা যায়, গত রবিবার(১৩ ফেব্রুয়ারী) সহকর্মী মোঃ ওয়াহাবের নিকট ঢাকায় কাজে যায়। এরপরের দিন সে আনুমানিক ২২ফিট উচ্চতায় কাজ করতে গিয়ে পড়ে যায়। এরপর তাকে নিকটস্থ রেনেবো হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এ মৃত্যুর বাড়ি খবর পৌঁছালে শুরু হয় শোকের মাতম। সহকর্মী ওয়াহাবও শোকে সংজ্ঞাহীন।
Leave a Reply