রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

পাবনা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

পাবনা মেডিকেল কলেজের (পিএমসি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পতাকার উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় ও কলেজের পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। পরে কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটি ক্যাম্পাস এলাকা ঘুরে কলেজের মিলনায়তন গিয়ে শেষ হয় এবং সেখানে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. আখতারুল আলম আজাদ, সাধারণ সম্পাদক ডা. সিরাজুল ইসলাম শুভ, উদযাপন কমিটির সদস্য সচিব ডা. খো: মেহেদী ইবনে মোস্তফা, আহবায়ক ডা. মাসউদুর রহমান প্রিন্সসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী।
রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবনির্বাচিত শিক্ষক সমিতির পরিচিতি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..