পাবনা সদর পৌর এলাকার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ওয়ার্ডটির আরিফপুর ঢালাই ওয়ার্কশফ মোড় এলাকায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্যে তিনি বলেন, দুএকটি মিছিল সমাবেশ করে দেশ চালানো যায় না। দেশ চালাতে সততা ও ন্যায়নীতি থাকতে হয়, দেশ ও দেশের মানুষকে সবকিছুর উর্ধ্বে রেখে ভালবাসতে হয়। তবেই দেশের মানুষ আপনার প্রতি অনুগত থাকবে। যেভাবে অনুগত বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার প্রতি।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমত আলী বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, ত্রার্ণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সুইট, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, ,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর পাকন সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।