শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

পাবনার নতুন পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

পাবনাসহ ৪৮টি জেলায় পৃথক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে। এ সময় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে। পাবনায় নতুন পুলিশ সুপার হিসেবে
মোরতোজা আলী খাঁন যোগদান করবেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, পাবনার পুলিশ সুপার মো. আ. আহাদ, বিপিএম, পিপিএমকে (বার) পুলিশ সুপার পদে সারদা রাজশাহীতে সংযুক্ত করা হয়েছে এবং একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার মো. মোরতোজা আলী খাঁনকে পাবনার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসের ৮ তারিখে পাবনার পুলিশ সুপার পদে যোগদান করেন মো. আ. আহাদ, বিপিএম, পিপিএম (বার)।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..