শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ অপরাহ্ন

পাবনায় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

পাবনায় জাতীয় শোক দিবসে স্মরণকালের সর্ববৃহৎ শোক র‌্যালী করেছে পাবনা জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। শোক র‌্যালীতে হাজার হাজার নেতাকর্মী যোগ দেয়। আব্দুল হামিদ সড়ক পুরোটাই শোক র‌্যালীতে পরিনত হয়। এটা স্মরণকালে সর্ববৃহত শোক র‌্যালী বলে মন্তব্য করেছেন পাবনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মঙ্গলবার প্রথম প্রহরে দলীয় কার্যালয়ে জাতীর পিতা প্রতিকৃতিরে পুষ্পার্ঘ অর্পন করে শোক দিবসের কার্যক্রম শুরু হয়ে দিন ব্যাপী এই কার্যক্রম চলে। জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে সকালে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, দুপুরে শোক র‌্যালী, কুষকলীগের আয়োজনে রক্তদান, খাবার বিতরণ, দোয়া মাহফিল, সন্ধ্যায় আলোচনাসভা ও স্মৃতিচারণসহ নানা কর্মসুচী পালন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শে শানিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। যুগযুগধরে বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্মরণ করবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, জেলা আওয়ামী লীগ নেতা বিজয় ভুষন রায়, আব্দুল আহাদ বাবু, কামিল হোসেন, আব্দুল হান্নান, কামরুল হাসান মিন্টু, লিয়াকত আলী তালুকদার, সরদার মিঠু আহমেদ, সোহেল হাসান শাহীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..