পাবনায় নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন শিক্ষকরা।
মানবন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি জিলহাজ উদ্দিন নয়ন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাফিজসহ শিক্ষক কর্মচারী বৃন্দ।
এ সময় শিক্ষকরা জানান, শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক যাবতীয় কার্যাদি সরকারি নিয়মে হলেও বেতনভাতাসহ সুবিধার ক্ষেত্রে নন এমপিও বলে তাদের বঞ্চিত করা হচ্ছে। পতিত সরকারের কাছে বারবার এ দাবি পেশ করে কোনো প্রতিকার না পেলেও বৈষম্যহীন অন্তর্বতী সরকার দ্রুতই তাদের দাবি মেনে নেবেন বলে প্রত্যাশা তাদের।